মানুষের স্বাস্থ্যসেবা ও সৌন্দর্য্যে সেবায় এবং দেশের বেকার জনগোষ্ঠীর একমাত্র কর্মসংস্থান তৈরি একটি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠান।চমৎকার বিশ্ব, অনলাইন আয়ের উৎস, স্বাস্থ্য ও সৌন্দর্য, অনলাইন চাকরি, খণ্ডকালীন কাজ, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, Excellent World, Online income source, health and beauty, Online job, Part time work, Digital marketing, online marketing, Affiliate Marketing,

Health and Beauty

Excellent world

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

gooseberry herbal medicine-আমলকীর ঔষধি গুণাবলী


আমলকীর ঔষধি গুনাবলী

আমলকী সবারই পরিচিত একটি ফল। এ ছাড়া এটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে এবং খুবই পুষ্টিকর।



০১. বাচ্চাদের ঠান্ডা-কাশি প্রতিরোধে এ ফল খুবই উপকারী।


০২. ত্রিফলা অর্থাৎ আমলকী, হরীতকী ও বহেড়ার প্রতিটির সমপরিমাণ গঁড়ার শরবত কোলেষ্টোরল কমাবার মহৌষধ। এক ঔষধ গবেষক দলের মতে আধুনিক যে কোন অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় ত্রিফলা কোলেষ্টোরল কমাবার ক্ষেত্রে অনেক বেশী ফলপ্রসূ। এ গবেষক দলের নেতা হচ্ছেন ইন্ডিয়ান প্রখ্যাত কার্ডওলজিষ্ট মি. পি. ঠাকুর এবং দলে রয়েছেন পাটনা মেডিকেল কলেজের ডাক্তার প্রভাত কুমার সিনহা এবং এম সিং। তাদের মতে দ্রব্যগুনের দিক দিয়ে হরীতকীই সর্বশ্রেষ্ঠ , দ্বিতীয় স্থানেই রয়েছে আমলকী এবং তৃতীয় স্থানে বহেড়া । সম্প্রতি এদের গবেষণাপত্র আমেরিকার একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তাদের মতে ত্রিফলা শুধুমাত্র কোলেষ্টেরলই কমায় না বরং এতে প্লীহা এবং যকৃতেরও বিশেষ উপকার হয়।


০৩.আমলকীর ফল ভিটামিন-সি সমৃদ্ধ এটি মূত্রবর্ধক, বায়ুনাশকও বিরোচক হিসেবে কাজ করে। এবং যে কোন কারণেই হোক ঘুম না হলে, পেট ফাঁপা বা অম্ল নিরাময়ে , চোখ ওঠা রোগে , পিত্ত বেদনায় , বমি বন্ধ করতে , শ্বেতপ্রদর রোগ হলে , অর্শ , ডায়রিয়া , আমাশয় , রক্তস্বল্পতা , জন্ডিস, ও ত্বকের সমস্যায় কাজ করে। এছাড়া আমলকীর ফুলও ঠান্ডাকারক ও বিরোচক হিসেবে কাজ করে। 


বাংলায় নাম: আমলকি।
ইংরেজী : Indian Gooseberry,
বৈজ্ঞানিক নাম: Embica officinalis Gaertn
পরিবার:  Euphorbiaceae 


EXCELLENT 


ত্রিফলাপাউডার

Premium

হজমশক্তি বাড়াতে ও পেটের গোলযোগ দুর করতে অব্যার্থ  ভেষজ খাদ্য.....


কার্যকারিতা: 


১) পেট পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য এবং বদহজম সমস্যা দূর হয়।
২) পুরাতন রক্ত আমাশয় রোগের জন্য তীব্র কার্যকরী।
৩) রক্ত পরিষ্কার করে র্হাট ও লিভারকে সুরক্ষা করে। 
৪) কৃমিনাশক প্রতিরোধে বিশেষ কার্যকরী।
৫) অন্ত্র পরিষ্কার মাধমে, খিঁচুনি কমায়, স্নায়ু ও দেহের শক্তি বৃদ্ধি করে। 
৬) পেটের বুদবুদ করা ও পেটকামড় দিয়ে ব্যাথা করা দূর করে। 
৭) ভিটামিন “সি” এর অভাব পূরণ করে। 
৮) ডিটাক্সিফাই করে শরীরের বর্জ্য নিষ্কাশন, ব্রণ ও হোয়াইট হেডস দূরে করে। 



# সেবন বিধিঃ 

১ চা চামচ পাউডার দিনে ২ বার সাধারণ তাপমাত্রার পানিতে মিশিয়ে পান করুন। 

Excellent world Triphala power-এক্সিলেনন্ট ওয়ার্ল্ড ত্রিফলা পাউডার

যোগাযোগঃ +880-1762102240