মানুষের স্বাস্থ্যসেবা ও সৌন্দর্য্যে সেবায় এবং দেশের বেকার জনগোষ্ঠীর একমাত্র কর্মসংস্থান তৈরি একটি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠান।চমৎকার বিশ্ব, অনলাইন আয়ের উৎস, স্বাস্থ্য ও সৌন্দর্য, অনলাইন চাকরি, খণ্ডকালীন কাজ, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, Excellent World, Online income source, health and beauty, Online job, Part time work, Digital marketing, online marketing, Affiliate Marketing,

Health and Beauty

Excellent world

বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

Benefits of honey-মধুর উপকারিতা


এক্সিলেন্ট খাঁটি মধু


Excellent Pure Honey-এক্সিলেন্ট খাটি মধু

সুন্দরবন থেকে প্রাকৃতিক উপায়ে আহরিত সর্বোৎকৃষ্ট বিশুদ্ধ মধু। প্রতিদিন সেবনে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 

উপাদান: মধু।

অজস্র সমাধানে মধু:

কার্যকারিতা: 
০১. হযরত মুহাম্মদ (সা:) বলেন: “ কুরআন হলো আত্নিক রোগের জন্য আর মধু হলো দৈহিক রোগের জন্য।” 
০২. শর্করা ও ফ্রুকটোজ মস্তিস্কের সক্রিয়তা এবং তাপ ও শক্তির বৃদ্ধি করে। 
০৩. ভিটামিন বি কমপ্লেক্স , ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিনের অনিদ্রা, যৌন দুর্বলতা বেশ উপকার।
০৪. শ্বাসকষ্ট নিরাময়, দৃষ্টিশক্তি ও ত্বকের মসৃণতা বৃদ্ধি, মানসিক বিকাশ, দুর্বলতা দূর করে শরীরে জিংক ও ফসফরাসের পুষ্টি যোগায়।
০৫. শিশুদের ছয় মাস বয়স থেকে সেবনে দেহের বৃদ্ধি, মানসিক বিকাশ, দুর্বলতা দূর করে শরীরে জিংক ফসফরাসের পুষ্টি যোগায়।
০৬. খাবারের অরুচি, বমিভাব, বুকজ্বালা ও হজমের গোলমাল দূর করে।
০৭. “ইনহিবিন” জীবাণুনাশক উপাদান আছে যা পাকস্থলী পরিষ্কার করে, ফ্যাট কমায় ফলে ওজন কমে।
০৮. আ্যান্টি মাইক্রোবিয়াল ও ব্যাকটেরিয়ার কারণে প্রচন্ড ঠান্ডা , হাঁচি, কাঁশি, জ্বরজ্বর ভাব, গলাব্যাথা, গ্যাষ্ট্রিক আলসার, শরীর ও কন্ঠনালীর ক্ষত রোগ থেকে নিরাময় সম্ভব।
০৯. কপার, আয়রণ ও ম্যাঙ্গানিজের উপস্থিতির কারণে হিমোগ্লোবিন গঠন করে ও আর বি সি , ডব্লিউবিসি, প্লাটিলেটের ব্যালেন্স করে।
১০. এক কেজি মধুতে ৬.৫০ লিটার দুধ, ৭.৫০ কেজি পনির, ১.৬৫ কেজি গোশত, ৪০ টি কমলা, ৫০ টি ডিমের চেয়ে বেশি পুষ্টি ও ৩২৫০ ক্যালরি শক্তি সরবরাহ করে।

যোগাযোগ: +880-1762102240

মধু একটি খুব উপকারী খাদ্য, পন্য ও ঔষধ । জন্মের পর নানা দাদীরা মুখে দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক।

* আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে, এবং উচুঁ চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে ভক্ষণ কর । তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তামীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। (সূরা আন-নাহল -16)আয়াত- 68-59.



* প্রিয়নবী (সালালাহু আলাইহি ওয়াসালাম ) বলেন,“মধুতে আরোগ্য নিহিত আছে” ।সহীহ্বুখারিঃ 5248


* আয়েশা (রাঃ) বলেন, প্রিয়নবী (সঃ) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ্ বুখারিঃ5250)

* রাসুল (সঃ) বলেন, “ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। (ইবনে মাজা: 3441)।

* মধুর উপকারিতাঃ-

মধুর উপকারিতার কথা লিখে শেষ করা যাবে না।  মধুর নানাবিধ উপকারিতা নিম্নে প্রদত্ত হল,

** শক্তি প্রদায়ী ** হজমে সহায়তা ** কোষ্ঠকাঠিন্য দূর করে **ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে ।

** অনিদ্রায় ** যৌন দুর্বলতায় ** প্রমান্তিদায়ক ** মুখগহবরের স্বাস্থ্য রক্ষায় ** পাকস্থলীর সুস্থতায়

** দেহে তাপ উৎপাদনে ** পানিশূন্যতায় ** দৃষ্টিশক্তি বাড়াতে ** রূপচর্চায় ** ওজন  কমাতে

** হজমে সহায়তা **গলার স্বর ** তারুণ্য বজায় রাখতে ** হাড় ও দাতঁ গঠনে ** রক্তশূন্যতা ও

কোষ্ঠকাঠিন্য দূর করতে ** আমাশয় এবং পেটের পীড়া নিরাময়ে ** হাঁপানি রোধে ** উচ্চ রক্তচাপে

কমায় ** রক্ত পরিস্কার।